কুপুত্র জরুর হয়, কিন্তু কুমাতা কখনো ই নয়। ছোট বেলা থেকে এইতো শিখেছি আমরা। কিন্তু বড় হয়ে সেই শিক্ষাকে আমূল ভুলে যাই। আমরা জীবন এর কঠিন বাস্তবতায় পড়ে এতটাই কঠিন হয়ে যাই, ভেস্তে যায় আমাদের সকল শিক্ষা। বুঝতে ই পারি না নিজেদের কোথায় এনে দাঁড় করাই।
আজ আমি এমন এক মায়ের কথা বলছি, যে মা সমাজে প্রতিষ্ঠিত সন্তান থাকা সত্বেও একা নিঃস্বঙ্গ জীবন যাপন করে করে এখন ক্লান্ত। জীবন এর কাছে পরাজিত এই মা আজ অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন। সৃজনশীল নারী ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা এই মাকে বয়স্ক ভাতার ব্যবস্হা করে দিয়েছে। তাকে স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যবস্হা করেছে।
এই মায়ের মনের কষ্ট হয়তো আমারা দুর করতে পারবো না। তাই বিধাতার কাছে পৃথিবীর তাবত অবুঝ সন্তানের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। দোয়া করছি আল্লাহ যেন সকল সন্তানদের হেদায়েত দান করেন।পৃথিবীর কোন পিতামাতা ই যেন সন্তান থাকা অবস্থায়ও একা হয়ে যাওয়ার কষ্ট না পান। সেই সাথে এই দোয়া ও করছি যে সকল পিতামাতা পৃথিবী থেকে চলে গেছেন আল্লাহ যেন তাদের জান্নাত দান করেন।
সৃজনশীল নারী ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা তার লক্ষ্যে পৌঁছাতে পারে এই দোয়া ও করছি। আল্লাহ যেন সৃজনশীল এর হাতের সাথে এমন কিছু হাতকে মিলিয়ে দেন যাঁরা সমাজের জন্য কিছু করার মানষিকতা রাখেন।
তাহলেই সৃজনশীল এর পক্ষে সম্ভব তার নির্ধারিত লক্ষ্যে পৌঁছানো। ভালো থাকুন পৃথিবীর সকল বাবামায়েরা।

রওশন আরা
সৃজনশীল নারী ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা।